ছাত্রদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
শুক্রবার (৯ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটির যাত্রা শুরু হবে।
সংগঠনের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের প্লাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে জুলাই গণঅভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্তরের সংগঠকসহ জুলাই আন্দোলনের অংশীজনরাও এতে অংশ নেবেন।
জুনায়েদ বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আপ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, নৈতিক ও যোগ্য নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমরা ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে চাই। একই সঙ্গে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”
উল্লেখ্য, গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন আলী আহসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে ১০ এপ্রিল ‘আপ বাংলাদেশ’ নামটি প্রকাশ করেন তিনি।
এস এইচ/
Discussion about this post