ইরানের একটি শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পূর্ণ প্রস্তুত এবং এখনো দেশটির নৌবাহিনী ও আইআরজিসি কুদস ফোর্সকে ব্যবহার করা হয়নি।
সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে ইরানের শীর্ষ জেনারেল ও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়্যেদ আলী খামেনেয়ীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি জানান, ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইরান তাদের ওপর ভয়াবহ আঘাত হেনেছে।
তিনি বলেন, “সেনাবাহিনীর নৌবাহিনী কিংবা কুদস ফোর্স এখনো পুরোপুরি সক্রিয় হয়নি। এমনকি সেনাবাহিনীও এখনো পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েনি।”
তিনি আরও জানান, ইরান “হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন” উৎপাদন করেছে এবং সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করে রেখেছে। জেনারেল সাফাভি বলেন, ইরানের পারমাণবিক জ্ঞান ধ্বংস করা কারও পক্ষে সম্ভব নয়। এই জ্ঞানই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ও নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সক্ষম করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীকে “স্বাভাবিক অপরাধী” আখ্যা দিয়ে তিনি বলেন, গাজায় ৬০,০০০ ফিলিস্তিনিকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছে সে। ইরানে হামলা চালিয়ে কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি ইসরায়েল। বরং এতে ইরানের ৯৩৫ জন মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকরা।
জেনারেল আরও জানান, আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সেন্সরের কারণে ইসরায়েলে ইরানের হামলার ক্ষয়ক্ষতির খবর প্রকাশ পায়নি, কিন্তু বাস্তবে তারা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পাল্টা আঘাতের মুখে পড়েছে। প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে দখলীকৃত ভূখণ্ডে। কিছু ক্ষেপণাস্ত্রে এমন ওয়ারহেড ছিল, যা আকাশে ফেটে ৮০টি টুকরায় বিভক্ত হয়ে ৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আঘাত হানতে সক্ষম।
জানা যায়, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো ধরনের উসকানি ছাড়াই যুদ্ধ ঘোষণা করে এবং ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থানে বিমান হামলা চালায়। এতে শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ৯৩০ জনের বেশি মানুষ শহীদ হন।
উত্তর হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর আওতায় ইসরায়েলের বিরুদ্ধে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা দখলীকৃত বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
এই পাল্টা হামলার পর ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত বন্ধ হয়।
সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি
এম এইচ/
Discussion about this post