আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা পুলিশ এবং ঢাকা রমনা থানা পুলিশের যৌথ অভিযানে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) গাজীপুর কোর্টে তোলা হয় তাকে। এ সময় হত্যা মামলার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। হত্যা মামলার আসামি আলী হায়দার রতনের বিরুদ্ধে মামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী পলাতক ওবায়দুল কাদেরের প্রভাব দেখিয়ে শ্রীপুরে নামে বেনামে প্রচুর সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা শ্রীপুর মডেল থানায় তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে। দুইটি হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও যে-সব অভিযোগ রয়েছে, সেসব তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এম এইচ/
Discussion about this post