এক মোটরসাইকেল ব্র্যান্ডের ইভেন্টে পারফর্ম করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সামিরা খান মাহি। তবে তার পারফরম্যান্স নয়, বেশি আলোচিত হয়েছে তার পরিহিত পোশাক এবং পারফরম্যান্সের ভঙ্গিমা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে চলছে সমালোচনার ঝড়।
ভিডিওতে মাহিকে দেখা যায় একদম বডি-ফিটিং পোশাকে পারফর্ম করতে। অনেকেই একে বলছেন ‘দৃষ্টিকটু’, আবার কারও মতে ‘লাইভ ফ্যাশন ডিজাস্টার’। কেউ তো সরাসরি লিখেছেন, ‘ড্রেসটা এতটাই টাইট, মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই ফেটে যাবে!’ সমালোচনার মুখে মাহির ব্যাখ্যাও এসেছে। তিনি বলেন, ‘অনেকে ভাবছে আমি কিছুই পরিনি! কিন্তু কস্টিউমের নিচে আমি আরও দুইটা জামা পরেছিলাম!’ তার এই মন্তব্য ঘিরে নতুন করে হাস্যরসের জন্ম দিয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন, ‘দুইটা জামা পরে এমন লুক হলে, একটাও না পরলে কী হতো?’
এমনকি অনেকে বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলেও মনে করছেন। একজন লিখেছেন, আগে যারা নাচতো তারা ছিল ‘নৃত্যশিল্পী’, এখন যারা নাচে তারা হয় ‘ট্রেন্ডিং টপিক’।
এদিকে মাহি অভিযোগ করে বলেন, যিনি ভিডিওটা জুম করে আপলোড করেছেন, তিনি ইচ্ছা করে হেয় করার চেষ্টা করেছেন। তবে নেটিজেনদের প্রশ্ন তাহলে এমন পোশাক পরে নেচেছেন কোন উদ্দেশ্যে?
মাহির দাবি, ইভেন্টের জন্য কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ টিম ছিল না। তিনি বলেন, কস্টিউম পেয়েছি ইভেন্টের আগের দিন, কিছুই করার ছিল না।
এই মন্তব্যকেও ছেড়ে দিচ্ছেন না সমালোচকরা। তাদের কথায়, ডিজাইনার না থাকলে দর্জির কাছেই যেতেন!
বর্তমানে মাহির ওই ভিডিও এবং তার দেওয়া বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন ‘ওভার রিঅ্যাক্ট করছে’, কেউ আবার মনে করছেন ‘শিল্পীর প্রতি অন্যায় আচরণ হচ্ছে’। তবে এক বিষয়ে সবাই একমত—মাহির এই পারফরম্যান্স, বিতর্ক ও ব্যাখ্যা তাকে আবারও এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে।
এম এইচ/
Discussion about this post