কিরগিজস্তানের রাজধানী বিশকেকের পুলিশ বিভাগের- চরমপন্থা ও অবৈধ অভিবাসন প্রতিরোধ সার্ভিসের কর্মীরা শহরটিতে অভিবাসন সংক্রান্ত অভিযান পরিচালনা করেছে।
উক্ত অভিযানে ২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বিশকেকে অবৈধভাবে বসবাস এবং কাজ করতেন।
কিরগিজস্তানের সংবাদ সংস্থা একেআই প্রেস (১২ মে) এসব তথ্য দিয়ে জানায়ঃ ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ‘বিদেশি নাগরিকদের থাকার এবং কাজের আদেশ লঙ্ঘন’ এর অভিযোগ আনা হয়েছে। সাথে ১১৫,৫০০ সোম (কিরগিজস্তানের মুদ্রা) জরিমানাও আরোপ করা হয়েছে।
এম এম
Discussion about this post