২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বালুর ট্রাক দিয়ে বাধা এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন কেন্দ্রীয় কৃষক দলের এক নেতা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে গুলশান থানায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রোসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
মামলার অভিযোগে দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এ ইউ/
Discussion about this post