সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে আটকের পর চাঁদা আদায়ের চেষ্টাকালে দুই কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রাজনগর এলাকায় বেত্রাবতী খালের ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি হাতকড়া ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুল ইসলাম।
গ্রেপ্তার কারারক্ষীরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সাতক্ষীরা কারাগারের কারারক্ষী মামুন হোসেন (২৭) ও একই উপজেলার ভাউটিয়া গ্রামের ডব্লিউ বিশ্বাসের ছেলে কারারক্ষী রাজন বিশ্বাস (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজনগর গ্রামের বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর শুক্রবার রাত ৮টা থেকে অবস্থান করছিলেন দুই কারারক্ষীসহ আরেক ব্যক্তি। এ সময় তারা এক ব্যক্তিকে মাদক কারবারি বলে তার কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আটক করা হবে বলে হুমকি দেয়া হয়।
এদিকে স্থানীয়রা দুই কারারক্ষীর একজনকে চিনতে পারায় বিষয়টি তারা দ্রুত জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করে। পরে রাত সোয়া ৯টার দিকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুন ও রাজনকে দুটি হাতকড়াসহ গ্রেপ্তার করে। এর মধ্যেই কারারক্ষীদের সঙ্গে থাকা অপরজন এবং মাদক কারবারি হিসেবে দাবি ওই ব্যক্তিও পালিয়ে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীমুল হক জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেল আহম্মেদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন। মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মামুন হোসেন ও রাজন বিশ্বাসের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা একজনকে আসামি রয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এস এইচ/
Discussion about this post