ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েই চলেছে । দখলদার ইসরায়েলি বাহিনীর হাত থেকে সাধারণ মানুষই নয়, চিকিৎসকেরাও রক্ষা পাননি। তাদেরকেও হত্যা করা হচ্ছে। গাজায় এমন মানবিক বিপর্যয়ের প্রতিবাদে পুরো বিশ্ববাসীকে আজ কর্মবিরতি পালনের আহ্বান করা হয়েছে।
সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অনেকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাচ্ছেন। ক্রীড়াঙ্গনের অনেক তারকাও ইসরায়েলের এই হামলার প্রতিবাদ জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন জামাল ভূঁইয়াও।
সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফিলিস্তিন ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচের একটি মুহুর্তের ছবি পোস্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। অ্যাপশনে তিনি লিখেছেন, সবসময়ই তোমরা আমাদের মনে ও হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।
এদিকে গত রাতে ক্রিকেটার আফিফ হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ওরা শুধু জমি বাঁচাচ্ছে না, ওরা ঈমান রক্ষা করছে। ওদের হাতে নেই অস্ত্র, কিন্তু আছে আকাশ ছোঁয়ার মতো ঈমান। জয় তাদের হবেই ইনশাআল্লাহ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এ ভূখন্ডে গত একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।
ইসরায়েলি সেনারা একের পর এক গাজার আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে প্রাণহানীর পাশাপাশি অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। যারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এস এইচ/
Discussion about this post