অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।
আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫-এ যোগ দিতে চার দিনের সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় রয়েছেন। গতকাল সোমবার দোহার উদ্দেশে দেশ ছাড়েন তিনি। স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। এ সময় কাতারের প্রটোকলপ্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
দোহায় ২২ ও ২৩ এপ্রিলের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।
চার দিনের এ সফর চলাকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এম এইচ/
Discussion about this post