ফেনী জেলার এসএসসি-৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনীতে এই এই মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফেনী জেলা এসএসসি-৮৮ ব্যাচের সদস্য রা এদিন তাদের সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে ব্যাচের অন্যতম সেরা সংগঠক নূরুল আমিন ভূইয়া বাদশা কে ফেনী জেলা এসএসসি-৮৮ ব্যাচ এর সভাপতি নির্বাচিত করেন।
নূরুল আমিন ভূইয়া বাদশা ঢাকার সুনামধন্য ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংগঠক।
তিনি ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ এর সভাপতি ও ঢাকাস্থ ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতির লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফেনী জেলার ৮৮ এসএসসি ব্যাচের আয়োজিত অনুষ্ঠানে পুরনো বন্ধুদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। কুশল বিনিময়ের পাশাপাশি স্মৃতি চারণ করেন স্কুল জীবনের নানা ঘটনার।
সব শেষ অনুষ্ঠানে অংশ নেয়া সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নূরুল আমিন বাদশা।
এস এইচ/
Discussion about this post