বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পরের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন।
এরই মধ্যে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়স্ত্রক সংস্থার সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। এবার সভাপতির আরেক প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল।
দেশের একটি পাঁচ তারকা হোটেলে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে এমনটা জানান তাবিথ নিজেই। তিনি বলেন, ‘এতদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।’
তাবিথ সভাপতি পদে এবারই প্রথম লড়তে যাচ্ছেন। এর আগে ২০১২ ও ২০১৬ সালের নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ে বাফুফের সহ-সভাপতি হয়েছিলেন তিনি। ২০২০ সালেও সহ-সভাপতি নির্বাচনে লড়েছিলেন তিনি। তবে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পাওয়ার পর পুনঃ নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন তিনি।
এ ইউ/
Discussion about this post