দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার প্রতিটি আসনে চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সে হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক।
হবিগঞ্জ-৪ আসন থেকে আসা ৭ কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন সুমন। ঈগল প্রতীকে ওই ৭ কেন্দ্রে ভোট পড়েছে ৮ হাজার ২৪০টি। সুমনের নিকটতম প্রার্থী নৌকার মো. মাহবুব আলী ১ হাজার ৪২৭ ভোট পেয়েছেন। সেই হিসেবে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সুমন।
হবিগঞ্জ-৪ আসনে ঈগল প্রার্থী সৈয়দ সায়েদুল হকসহ নৌকা, ডাব, ছড়ি, নোঙ্গর, লাঙ্গল, মিনার ও চেয়ার প্রতীকের মোট ৮ জন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন।
এর আগে সকালে ভোট দিয়ে জয়ের ব্যাপারে সুমন বলেন,আমি প্রতিবারই বলে আসছি যে, ঘাম কখনও প্রতারণা করে না। আর আমি যে পরিমাণ ঘাম ফেলছি, এই ঘামই কিন্তু আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। আমার বিশ্বাস, এই ঘামই জবাব দেবে।
এ ছাড়াও তিনি বলেন, ‘আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি যে, সবকিছু শেষ করে আজকে নির্বাচনের দিনে আমরা উপস্থিত হতে পেরেছি খুব একটা ঝামেলা ছাড়াই। সহিংসতা বা কোনো কিছু ছাড়াই এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। আমি আমার ভোট দিয়েছি। এই কয়েকদিনের মধ্যে খুব একটা টেনশনে ছিলাম যে কুয়াশা থাকে। আজকে দিনে সাড়ে ৭টা থেকে একেবারে উজ্জ্বল। দিনের আলো এবং সূর্যের আলো। আমার কাছে মনে হয়েছে আমার এলাকারও একটা নতুন আলোকিত হওয়ার দিন আজ।’
এদিকে, প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়ে মাগুরা-১ আসন থেকে ৮টি কেন্দ্রের ফলের ভিত্তিতে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। নৌকা প্রতীকে ওই ৮ কেন্দ্রে ভোট পড়েছে ৯ হাজার ৫০৫টি। সাকিবের নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় মাত্র ২৩৩টি ভোট পেয়েছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
জাতীয় পার্টি থেকে লাঙল মার্কায় মো. সিরাজুস সায়েফিন সাঈফ পেয়েছেন ১২৯টি ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী এম. মোতাসিম বিল্লার টেলিভিশন মার্কায় ভোট পড়েছে ৩৯টি। সেই হিসেবে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সাকিব।
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আঁশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৫২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৮৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬২১ জন।
এফএস/
Discussion about this post