বেনাপোল বন্দরে দিনেশ চান যাদব (৫২)নামে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। তিনি ভারত থেকে নিয়ে তুলা নিয়ে ৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল বন্দরে ২৫ নম্বর সেটে টিটিআই এসিড মাঠে গাড়ি রাখেন। আজ শুক্রবার সকালে নোম্যান্সল্যান্ডে স্টকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
নিহত ট্রাক চালক ভারতের ভাসলাম কমিশিরপুর, জালালপুর, আহমেদ নগর (উত্তর প্রদেশ) এর বাসিন্দা।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় এক ট্রাক চালক আজ সকালে অসুস্থ হয়ে নোম্যান্সল্যান্ডে মারা যান। খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে বিষয়টি জানানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ভারতীয় ট্রাকচালকের মরদেহ বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ভারতে হস্তান্তর করা হবে।
এ ইউ/
Discussion about this post