শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর বাংলাদেশ দলের ব্যাটিং ধস ঘিরে সমালোচনার ঝড় বইছে। ভালো শুরুর পর মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোকে অনেকেই ব্যাটারদের দায়িত্বহীনতার ফল বলছেন। এ নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
দলের এমন দুর্দশা অবস্থা নিয়ে দেশের এক টেলিভিশনকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে স্পষ্ট করে জানালেন ব্যাটারদের মানসিকতার কথা।
সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব। যখন শান্ত রান আউট হয়ে গেল, তারপর আমার মনে হচ্ছিল এই উইকেট সেট হয়ে আউট হওয়াটা দলের জন্য অনেক বড় অসুবিধা। নতুন ব্যাটারের জন্য এখানে সেট হয়ে রান তাড়া করা কঠিন। তবে এই উইকেটে ব্যাটারদের যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার মনে হয় সেটা নিয়েও কাজ করা উচিত।
বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে এই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে ব্যাটাররা কেমন জবাব দেন, এখন সেদিকেই নজর সবার।
এস এইচ/
Discussion about this post