বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, সাকিব আল হাসান। প্রায় ১৮ বছর ধরে জাতীয় দলের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সময়ের পরিক্রমায় ক্রিকেট বিশ্বকে একের পর এক চমক উপহার দিয়েছেন। নিজের করে নিয়েছেন অজস্র রেকর্ড। আর এবার ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাকিব।
সামনেই তিনি ছুঁতে যাচ্ছেন এমন এক মাইলফলক, যা ক্রিকেটের গৌরবময় ইতিহাসে কেবল ৪ জন গ্রেট অলরাউন্ডারই স্পর্শ করতে পেরেছেন। টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে দরকার আর মাত্র ৮ উইকেট! ভারতের বিপক্ষে আসন্ন সিরিজেই তিনি এই অসাধারণ কীর্তির মালিক হতে পারেন।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র ৪ জন ক্রিকেটার—ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি—এই এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন। সাকিবের সামনে এখন সেই সুযোগ, যা তাকে আরো উজ্জ্বল করে তুলবে ক্রিকেটের অমর তালিকায়।
৬৯ টেস্ট শেষে সাকিবের ঝুলিতে ৪ হাজার ৫৪৩ রান ও ২৪২ উইকেট। আর মাত্র ৮ উইকেট পেলেই তিনি নাম লেখাবেন সেই এলিট তালিকায়। তার আগে কপিল দেব ১৩১ টেস্টে ৫ হাজার ২৪৮ রান ও ৪৩৪ উইকেট নিয়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন। ইয়ান বোথাম ১০২ টেস্টে ৫ হাজার ২০০ রান ও ৩৮৩ উইকেট এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ১১৩ টেস্টে ৪ হাজার ৫৩১ রান ও ৩৬২ উইকেট সংগ্রহ করেছেন। তবে তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৬৬ টেস্টে ১৩ হাজার ২৮৯ রান করার পাশাপাশি ২৯২টি উইকেট শিকার করেছেন।
এলিট এই ক্লাবে ঢোকার পথে সাকিব ইতোমধ্যে বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়িয়ে গেছেন। এবার শুধু অপেক্ষা, বল হাতে আর ৮টি উইকেট পেলেই সাকিব পৌঁছে যাবেন এক নতুন উচ্চতায়।
এ ইউ/
Discussion about this post