আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এমনটাই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।
রিপাবলিকান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিন ব্যক্তির বরাত দিয়ে পলিটিকো বুধবার এ খবর দিয়েছে। ইলন মাস্ককে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এটা সরকারের সরাসরি কোনো অংশ নয়। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো ছিল এই বিভাগের কাজ।
ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। মাঝেমধ্যে তাকে হয়তো হোয়াইট হাউসে দেখা যাবে।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্প ও মাস্ক উভয়েই এ বিষয়ে একমত হয়েছেন যে টেসলাপ্রধান সরকারি দায়িত্ব ছেড়ে ব্যবসা পরিচালনায় ফেরত যাবেন। তবে কবে তিনি সরকারি দায়িত্ব ছাড়ছেন তার সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি মার্কিন এ সংবাদমাধ্যম। এ প্রতিবেদন প্রসঙ্গে হোয়াইট হাউজ, মাস্ক নেতৃত্বাধীন সংস্থা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) কিংবা মাস্কের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ খবর প্রকাশিত হওয়ার পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ নানান কোম্পানি এমনকী মাস্কের টেসলার শেয়ারের দামও বেড়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র : রয়টার্স
এস এইচ/
Discussion about this post