‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় অভিনেত্রী মাহিয়া মাহির। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। যদিও কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচিত-সমালোচিত হন মাহিয়া মাহি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন এ অভিনেত্রী। তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক কিংবা অনুষ্ঠান— সবখানে তার বিচরণ আর নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।
সম্প্রতি এমন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন মাহি, যেখানে দেখা যায়— ছেলে মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকারকে নিয়ে থাইল্যান্ডে ঘুরছেন অভিনেত্রী। এমব্রয়ডারি করা কিমোনো ফ্লোরাল টপসের সঙ্গে মাথায় কালো হ্যাট, পায়ে সিম্পল স্লিপারে সাদামাটাভাবে ছেলেকে নিয়ে টাইগার পার্কে ঘোরাঘুরি করছেন মাহি। ছেলেকে মায়ের মমতায় আগলে রেখেছেন তিনি।
এদিকে সুইমিংপুলে ছেলেকে নিয়ে জলকেলিতে মাতানো অভিনেত্রীর— এমন একটি ছবিও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মা-ছেলের মিষ্টি হাসি যেন ভক্তদের আবেগঘন করে তুলেছে। ছেলের গালে মমতার ছোঁয়া এঁকে দিচ্ছেন অভিনেত্রী।
সময় যখন মা-ছেলের, তখন ভক্ত-অনুরাগীরাই বা কি বলবেন। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন—আমরা কি যথাযথ জুটি নই? সঙ্গে রয়েছে লাভ ইমোজি। ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে আলভি নামে এক ভক্ত লিখেছেন— দুনিয়ায় সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়।
আরেক ভক্ত লিখেছেন— মা তো মা হয়, মায়ের কোনো তুলনা হয় না। আয়াত খান নামে এক অনুরাগীর ভাষ্য— আল্লাহ যেন আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে চলার তৈফিক দেন। আপনার ছেলেকে নেক হায়াত দান করুক দু’আ রইল।
এম এইচ/
Discussion about this post