উচ্ছেদ আতঙ্কে রাজধানীর মিরপুর ১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় মোল্লা বস্তির বাসিন্দারা। এতে পুরো মিরপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলের দিকে মিরপুর ১২ নম্বর এলাকার সড়ক অবরোধ করেন তারা।
জানা গেছে, বস্তিবাসীর সড়ক অবরোধে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে ওই সড়কে অনেক যানবাহনের জটলা তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন। তিনি বলেন, ‘অবরোধের কারণে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।’
এম এইচ/
Discussion about this post