ঈদুল ফিতর উপলক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামীকাল শুক্রবার খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন ভাতাদি উত্তোলন এবং যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদযাপনের জন্য ব্যাংকগুলো সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে বলা হয়েছে।
শুক্রবার সরকারি ছুটির দিন নতুন সময়সূচি অনুযায়ী সীমিত লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকে।
এস এইচ/
Discussion about this post