আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশার বিস্তার রোধে মাগরিবের আধাঘণ্টা আগে ও পরে বাসাবাড়ির দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।
সোমবার (০৫ মে) নগর ভবনস্থ বুড়িগঙ্গা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালনা কমিটির ষষ্ঠ করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি। শুধুমাত্র সিটি করপোরেশনের কর্মসূচি যথেষ্ট নয়, বাসাবাড়ির ভেতরের পরিবেশ পরিষ্কার রাখা ও পানি জমতে না দেওয়ার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচালনা কমিটির সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সভায় শুরুর দিকে গত ২০ মার্চ অনুষ্ঠিত পঞ্চম করপোরেশন সভার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ডিএসসিসি প্রশাসকের ঐচ্ছিক তহবিল খাত থেকে আবেদনের প্রেক্ষিতে এককালীন আর্থিক অনুদান অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় ৫টি সেবা একক আবেদনে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপনী বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, করপোরেশন সভায় নাগরিকদের প্রাধান্য দিয়ে সেবা অব্যাহত রাখার প্রচেষ্টা চলমান থাকবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এইচ/
Discussion about this post