বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ। তিনি এর আগে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে সিআইডি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদলের কথা জানানো হয়েছে।
সিআইডির বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) গাজী জসীম উদ্দিনকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকম বিভাগে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ ডিআইজি পর্যায়ের বদলি করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এখন থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করবেন।
পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলম দায়িত্ব পাচ্ছেন স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর ডিআইজি হিসেবে।
এম এইচ/
Discussion about this post