সিলেটের মোগলাবাজারে একটি রিসোর্টে ঘুরতে আসা আট তরুণ-তরুণীকে আটকের পর আসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। এসময় রিসোর্টের একটি অংশে অগ্নিসংযোগ করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মোগলাবাজার থানা এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে এ ঘটনা ঘটে। বিকেলে রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে স্থানীয় লোকজন রোববার দুপুর ২টার দিকে ওই রিসোর্টে হানা দেন। এসময় কয়েকজন তরুণ-তরুণীকে একটি কক্ষে আটকে রাখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোগলাবাজার থানা পুলিশ। পরে এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দেন। পরে আট তরুণ-তরুণীর বিয়ে পড়ানো হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে স্থানীয় লোকজন রিসোর্টের ভেতরে যান। এসময় কে বা কারা সেখানে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আট তরুণ-তরুণীকে আটকের বিষয়ে তিনি বলেন– এলাকার জনগণ তাদের আটক করছে, আমাদের কাছে দেয়নি।
আট তরুণ-তরুণীর বিয়ে পড়িয়েছেন সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী। তিনি বলেন, আমি এলাকাবাসীর উপস্থিতিতে সবার সম্মতিক্রমে চার ছেলে ও চার মেয়ের বিয়ে পড়িয়েছি। এর মধ্যে তিনটি বিয়ের দেনমোহর ১০ লাখ টাকা এবং আরেকটির দেনমোহর ১২ লাখ টাকা ধরা হয়।
এস এইচ/
Discussion about this post