পোষ্য ৮০টি বাজপাখির জন্য বিমানে আলাদা আলাদা সিট বুক করে নিয়ে নজির গড়লেন সৌদি রাজপুত্র। টাকা থাকলে মানুষ কি না করতে পারে তা আরো একবার প্রমাণ করলেন সৌদি যুবরাজ।
ঘটনার একটি ছবি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছিল। প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ২০১৭ সালের। সম্প্রতি সেই খবর আবার নতুন করে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সৌদি আরবের রাজপুত্র তার পাখিদের জন্য বিমানের প্রতিটি আসন বুক করে রেখেছিলেন, যাতে তারা আরামে ও নিরাপদে ভ্রমণ করতে পারে।
ছবিতে দেখা গেছে, বাজপাখিগুলো বিমানের সিটে বসে আছে এবং নিরাপদে বাঁধা আছে।
সোশাল হ্যান্ডেল রেডিট ব্যবহারকারী লেন্সো ক্যাপশনসহ পাখির ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবি পাঠিয়েছে। সৌদি যুবরাজ তার ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছিলেন।’
মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য শিকারি পাখির সাথে শিকার খেলা খুব স্বাভাবিক একটা বিষয়। এটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদাকর বিষয়। এ ঐতিহ্য হাজার বছর আগের। আরবীয় ঐতিহ্য ও পরিচয়ের একটি অংশ এটি।
জানা গেছে, কাতার এয়ারওয়েজ গ্রাহকপ্রতি সর্বোচ্চ ৬টি বাজপাখিসহ ভ্রমণের অনুমতি দেয়। ইতিহাদ এয়ারওয়েজও প্রধান কেবিনে বাজপাখিসহ ভ্রমণের অনুমতি দেয়।
বাজপাখি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি। তাই বেশ কয়েকটি উপসাগরীয় এয়ারলাইন্স তাদের পরিবহনের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে।
Discussion about this post