রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মারিয়া আক্তার যুঁথি নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার যুঁথি (৭) রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক ছিলেন নিহত যুঁথির নানা। আর যুঁথি, একটি শিশু ও মা পেছনে বসে ছিলেন। তারা মেহেরচণ্ডীর দিক থেকে এসে ভদ্রামোড়ের গোলচত্বর পার হচ্ছিলেন। এ সময় নগরীর তালাইমারীর দিক থেকে ছেড়ে আসা একটি বাস রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে যুঁথি সড়কে পড়ে যায়। এ সময় বাসের চাকা যুঁথির শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে যুঁথি মারা যায়। বিক্ষুব্ধ জনতা বাসসহ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে। নিহতের ঘটনায় মামলা করা হবে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম এইচ/
Discussion about this post