অতিশ দীপঙ্কর গবেষণা পরিষদের উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রতি আমাদের ঐতিহ্য” শীর্ষক আলোচনা সভা ও অতিশ দীপঙ্কর স্বর্ণপদক ২০২৪ প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার টি আই এম ফয়সালকে তার সৃজনশীল কাজের জন্য অতিশ দীপঙ্কর স্বর্ণপদক ২০২৪ প্রদান করা হয়।
সম্প্রতি (২৭ ডিসেম্বর,২০২৪) আয়োজিত হয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অতিশ দীপঙ্কর গবেষণা পরিষদের উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রতি আমাদের ঐতিহ্য” শীর্ষক আলোচনা সভা ও অতিশ দীপঙ্কর স্বর্ণপদক ২০২৪ প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম কাদের, চেয়ারম্যান, অতিশ দীপঙ্কর গবেষণা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাহেদ মন্তাজ, উপ- পরিচালক, বাংলা একাডেমী; আব্দুল মাজেদ, বিশিষ্ট কথা সাহিত্যিক; জনপ্রশাসন পত্রিকার সম্পাদক নাঈম মাশরেকী; বিশিষ্ট কথা সাহিত্যিক মোঃ রফিকুল ইসলাম; বিশিষ্ট সাহিত্য অনুরাগী রোকন উদ্দিন পাঠান ও অমর প্রকাশনীর কর্ণধার অমর হাওলাদার বাবুল।
অনুষ্ঠান শেষে বরেণ্য ও কৃতি ব্যক্তিদের হাতে অতিশ দীপঙ্কর স্বর্ণপদক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
এর আগেও বরেণ্য লেখক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার টি আই এম ফয়সালকে বিভিন্ন সংগঠন তার কর্মকান্ডের অবদান রাখার জন্য পুরস্কৃত করেছেন।
এ ইউ/
Discussion about this post