সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতীয় ধনকুবের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বর অনন্তের নাক ধরে টানছেন তার শ্বাশুড়ি।
শুক্রবার ( ১২ জুলাই) গুজরাটি রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনন্ত ও রাধিকা। দীর্ঘ সময়ের প্রাক বিয়ের অনুষ্ঠানের পর অবশেষে চার হাত এক হলো তাদের।
সনাতন ধর্মে সাধারণত কনের বাড়িতে কনের পরিবার বিয়ের আনুষ্ঠানিকতার সব আয়োজন করে। তবে গুজরাটি বিয়ের নিয়মে গুজরাট সম্প্রদায় তাদের বিয়ের অনুষ্ঠানের রীতি অনুযায়ী বরের পরিবার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। তাই রাধিকা নয়, অনন্তের বাড়িতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা ও আয়োজন সম্পন্ন হয়েছে।
বিয়ের দিন সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী আচার অনুষ্ঠান শুরু হওয়ার আগে মন্ডপে প্রবেশ করে অনন্ত। এ সময় বরকে বরণ করে নিতে আসেন রাধিকার মা শায়লা মার্চেন্ট।
শুরু করেন বিয়ের প্রথম আচার ‘পোনখনু’ অনুষ্ঠান। এ রীতির মাধ্যমেই বরকে বিয়ের মন্ডপে স্বাগত জানায় কনের মা। এ অনুষ্ঠানেরই একটি রীতি হলো শ্বাশুড়ি বরের নাক ধরে টান দেবেন। তাই রাধিকার মা নাক টেনে ধরেন অনন্তের নাক।
ভিডিওতে দেখা যায়, শ্বাশুড়ি শায়লা মার্চেন্ট অনন্তের নাক প্রথমবার টেনে ধরার পরই আর যেন নাক টান দিতে না পারেন তাই বরপক্ষের লোকেরা অনন্তের নাক চেপে ধরে রাখেন। যেন দ্বিতীয়বার শ্বাশুড়ি আর অনন্তের নাক টান দিতে না পারেন।
ভিডিওতে আরও দেখা যায়, অনন্তকে মঙ্গল তিলক, মঙ্গল ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শায়লা। ‘পোনখনু’ অনুষ্ঠানের সবশেষে শ্বাশুড়ির হাতে মিষ্টিমুখ করে বিয়ের মন্ডপে হাজির হতে দেখা যায় অনন্ত আম্বানিকে।
বিয়ের দিন রাধিকা সেজেছিলেন সাদার শুভ্রতায়। বরের বেশে তৈরি হতে অনন্তও বেছে নিয়েছিলেন হালকা রঙকেই। কাঙ্ক্ষিত বিয়ের পরিসমাপ্তিতে দীর্ঘ প্রেমের সম্পর্ক নতুন পরিচয় পাওয়ায় খুশি বর-বধূ দুজনেই।
প্রসঙ্গত, অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর আজ শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং আগামী রোববার (১৪ জুলাই) হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।
এ এ/
Discussion about this post