সন্তানের প্রিয় মুখটি দেখে যেতে পারলেন না সজিবুল। ডাক্তারের রিপোর্টে অনুযায়ী আগামী ১৫ এপ্রিল সজিবুলের স্ত্রীর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ। এর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। নিহত সজিবুল ইসলাম সুজন (২৮) টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল বাসেদের ছেলে। বড়চওনা বাজারে সজিবুলের অনলাইন শপ নামের একটি জুতার দোকান ছিল।
বড়চওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, ঈদ উপলক্ষে তার দোকানে বিক্রির জন্য গতকাল বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে ঢাকায় গিয়েছিলেন পাইকারি মূল্যে জুতা কেনার জন্য। ফেরার পথে রাত ৯টার দিকে উপজেলার তক্তারচালা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। সজিবুল ঘটনাস্থলেই নিহত হন।
সজিবুলের বাবা আবদুল বাসেত বলেন, আমার বাবা (সজিবুল) প্রিয় সন্তানের মুখ দেখে যেতে পারল না।
টিবি
Discussion about this post