বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হচ্ছে আগামী ১৯ জানুয়ারি। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। গত দুদিন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে নিজেকে ঝালিয়ে নেন এই ড্যাসিং ওপেনার। তবে আজ টাইগার পেসার তাসকিন আহমেদের বলে বাঁহাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতে চোট পেয়েছেন তামিম ইকবাল। বিপিএলে নিজের সেরাটা উপহার দিতে প্রস্তুতি নিচ্ছেন তামিম। সেই ধারাবাহিকতায় ইনডোরে ব্যাটিং অনুশীলন করছেন এই বাঁহাতি ওপেনার। তার সঙ্গে প্রস্তুতি সারছেন বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদও। এই গতি তারকার বল মোকাবিলা করতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঘাত পাওয়া আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই ড্যাসিং ওপেনার।
২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন তামিম। এরপর ইনজুরির কারণে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি বাঁহাতি এই ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজেও ছিলেন না তামিম।
আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। ২০ জানুয়ারি প্রথম ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তামিম-মুশফিকরা।
এ এস/
Discussion about this post