সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন অপরাধ দমনে কাজ করে থাকে পুলিশ বাহিনী । আদিকাল থেকে পুলিশকে লাঠিয়াল বাহিনী বা কোতোয়াল বাহিনী বলা হত। তখনকার সময়ে অস্ত্র-গুলি ছিলো না। বাহিনীর নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে ব্যবহার করা হতো রশি,লাঠি-বাঁশি।
পরর্বতীতে সময়ের সাথে তাল মিলিয়ে অপরাধ দমনে পুলিশের হাতে চলে আসে অস্ত্র-গুলি। অপরাধ নিয়ন্ত্রণ করতে পুলিশ ব্যবহার করে এসব। তবে টাঙ্গাইল জেলা ধনবাড়ী থানায় কর্মরত এসআই জাহাঙ্গীর আলম মনে করেন অপরাধ নিয়ন্ত্রণে অস্ত্র গুলি থেকে কার্যকর হতে পারে উঠান বৈঠক।
তিনি নিজেও অপরাধ নিয়ন্ত্রণে অস্ত্র-গুলির পরির্বতে “উঠান বৈঠক” কে বেছে নিয়েছেন । সাধারণ মানুষকে দ্রুত সেবা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ ‘বিট পুলিশিং’ সিস্টেম চালু করেছে। দেশের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু আছে। প্রতিটি বিটের দায়িত্বে একজন উপ-পরিদর্শক থাকেন। তেমনি ধনবাড়ী থানার মুশুদ্দি ইউনিয়নের দায়িত্বে আছেন উপ-পরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম। এলাকার সাধারণ মানুষককে চুরি,ইভটিজিং ,মাদক ,বাল্যবিবাহ প্রতিরোধ করা নিয়ে নিয়মিত উঠান বৈঠক করে থাকেন। এর ফলে লোকজন সচেতন হচ্ছে, পাশাপাশি অপরাধ প্রতিরোধ করতেছে।
উঠান বৈঠক সর্ম্পকে মুশুদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গফুর বলেন, আগে তো উঠান বৈঠক সম্পর্কে কিছুই বুঝতাম না। এখন শুধু আমি না, আমার ওয়ার্ডের সবাই অনেক সচেতন । এই ওয়ার্ডে বেশ কয়েকবার এসআই জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে উঠান বৈঠক করেছি। থানার ওসি সাহেবও এসেছিলেন কয়েকবার। এভাবে উঠান বৈঠক করার কারণে অনেক অপরাধ কমে গেছে।
এসআই জাহাঙ্গীর আলম বলেন, অপরাধ দমনের চেয়ে প্রতিরোধ-ই শ্রেয়। বিট পুলিশিং এর স্লোগান কে কাজে লাগিয়ে উঠান বৈঠকের মাধ্যমে কাজ করতে পারলে, অদূর ভবিষ্যতে বিভিন্ন অপরাধ প্রতিরোধ করে একটি সুশৃঙ্খল সমাজ তথা দেশ উপহার দেওয়া সম্ভব। অপরাধ প্রতিরোধ করতে অস্ত্র গুলি লাগেনা । উঠান বৈঠকেই যথেষ্ট। এতে করে সাধারণ মানুষ আইন ভাঙ্গার প্রবণতা থেকে বেরিয়ে এসে আইন মানতে অভ্যস্ত হয়ে ওঠে।
কর্মক্ষেত্রে এসআই জাহাঙ্গীর আলম যেমন ব্যতিক্রমী কাজ করে অপরাধ প্রতিরোধে প্রশংসিত হয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি পরিচিত মুখ। অপরাধ থেকে দূরে থাকার এবং অপরাধ প্রতিরোধ করার আইনগত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শর্ট ভিডিও করে তার ফেসবুক পেইজে আপলোড করে থাকেন। এতে করে আইন না জানা সাধারণ মানুষগুলো যেমন উপকৃত হচ্ছে, তেমনি জনগণের সাথে পুলিশের দূরত্বটাও অনেকাংশে কমে আসছে।
টিবি/
Discussion about this post