সিলেটের কোম্পানীগঞ্জে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৪ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর কথা রয়েছে।
এদিকে ধর্ষণের শিকার ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস ও মৃত আব্দুল হাসিমের ছেলে মো. আলা উদ্দিন।
কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্ত দুইজন নারীকে রোববার (২ মার্চ) সন্ধ্যায় অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী হাজীর বাগানের একটি গর্তের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে ওই নারী ধর্ষকদের চোখেমুখে বালু ছিটিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ আসামিদের ধরতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, ধর্ষণের শিকার ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post