চলমান কোটা আন্দোলনের মধ্যেই হ্যাকিংয়ের শিকার ছাত্রলীগের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে বিভিন্ন বার্তা লিখে দিয়েছে হ্যাকাররা। ছাত্রলীগের ওয়েবসাইটে ঢুকলেই দেখাচ্ছে অপারেশন হান্টডাউন। এর নীচেই লেখা স্টপ কিলিং স্টুডেন্ট। অর্থাৎ ছাত্র হত্যা বন্ধ করো। সেখানে দুটি কুকুরসহ ৭টি ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। তার নীচেই লাল বর্ণে লেখা আছে ‘ইটস নট অ্য প্রোটেস্ট এনিমোর, ইটস অ্য ওয়ার নাউ। অর্থাৎ- এটি এখন আর শুধু আন্দোলন নয় এটি এখন যুদ্ধক্ষেত্র। বলা হয়, ন্যায় বিচার, স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যতের জন্যই এই আন্দোলন।
জনগণের প্রতিও বার্তা দেওয়া হয় সেখানে। বলা হয়, কোন বিভাজন না করে যে কোন মূল্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান সবাই। একই সাথে সহিংসতা থামিয়ে আমাদের ন্যায় বিচারের দাবির পাশে থাকুক। জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।
রাজনৈতিক এবং ইসলামিক গোষ্টিগুলোকে উদ্দেশ্য করেও বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, এই মুহূর্তে আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, চুপ থাকনে তাহলে আমরা ধরে নিবো আপনারাও সরকারের অপরাধমূলক কাজে সহায়তাকারী। ছাত্রলীগের ওয়েবসাইটটি হ্যাকড করার কথা স্বীকার করেছে দ্য রেসিসট্যান্স।
এ এ/
Discussion about this post