ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে আখাউড়া ধরখার ইউনিয়নের ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
এর আগে বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার এলাকার নিজ বাসা থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করি। ওই ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।’
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: আরটিভি
এস এইচ/
Discussion about this post