গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মহানগরে ৭৯ জন ও জেলায় ২১ জনকে গ্রেফতার হয়। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮২জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে, মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে ৭৯ এবং জেলার ৫ থানায় ২১ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যমকে বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫জন, কাপাসিয়া থানায় ৩জন, কালিগঞ্জ থানায় ৪জন, কালিয়াকৈর থানায় ৩জন ও জয়দেবপুর থানায় ৬জনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১জন, টঙ্গী পশ্চিম থানায় ৬জন, পুবাইল থানায় ৫জনসহ মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতে তোলা হবে তাদের। এই নিয়ে পুলিশ গত দুই দিনে এই জেলায় ১৮২ জনকে গ্রেফতার করলো।
এর আগে, রবিবার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়। এর মধ্যে মেট্রোতে ২৭৪ জন আর রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়।
এম এইচ/
Discussion about this post