১৫ ম্যাচে ১৪ গোল আর ১১ অ্যাসিস্ট। ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির এ পরিসংখ্যানটি যে উঁচু মানের, তাতে দ্বিমত করার কথা নয় কারোরই। আর্জেন্টাইন তারকা রোববার (২ জুন) ১৪তম গোলটি করেছেন সেন্ট লুইসের বিপক্ষে।
সেন্ট লুইসের বিপক্ষে গোল দিয়ে দারুণ এক রেকর্ডে নাম লেখালেন মেসি। যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবের খেলোয়াড় হিসেবে সবচেয়ে কম ম্যাচে ২৫টি গোল-অ্যাসিস্ট করেছেন তিনি। এর আগে তা ছিল কার্লোস ভেলার দখলে। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলসের হয়ে এই মেক্সিকান ২৫টি গোল-অ্যাসিস্ট করেছিলেন ১৬ ম্যাচে। রেকর্ড গড়তে মার্কিন মুলুকের এলএ গ্যালাক্সি তারকা কোবি জোনসের ১৯৯৮ সালে লেগেছিল ১৮ ম্যাচ।
মেসির রেকর্ডের দিন ইন্টার মায়ামির হয়ে গোল করেছেন বার্সায় তার দীর্ঘদিনের সঙ্গী জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। সুয়ারেজ অবশ্য একটি আত্মঘাতী গোলও করেছেন, সেটাই তাদের এক পয়েন্ট হারানোর কারণ হয়ে দাঁড়ায়। ইন্টার মায়ামি ড্র করে ৩-৩ গোলে।
পয়েন্ট হারানোর ম্যাচে তিন-তিন বার পিছিয় পড়ে ইন্টার মায়ামি। ১৫ মিনিটে প্রথম বার ডারকিনের গোলে পিছিয়ে পড়া। ১০ মিনিট পর মেসি সমতায় ফেরান মায়ামিকে। বার্সায় যেভাবে ম্যাচের পর ম্যাচ অ্যাসিস্ট করে যেতেন, তেমন আরেকটি অ্যাসিস্ট করেন আলবা। ১২ ম্যাচে লিগে এটা মেসির ১২তম গোল, ২টি করেছেন কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে। লিগে ৯টির পাশাপাশি কনকাকাপে ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।
বিরতির আগে আরও একবার এগিয়ে যায় লুইস, ৬ মিনিট পর জর্দি আলবার সহায়তায় ম্যাচে সমতা টানেন সুয়ারেজ। ৬৮ মিনিটে দুর্ঘটনা ঘটান উরুগুয়ে স্ট্রাইকার। নিজেদের জালেই এ সময় গোল করে বসেন তিনি। ভাগ্য ভালো যে শেষ বাঁশি বাজার মিনিট-পাচেক আগে সেন্ট লুইসের গায়ে আলবা একটা পেরেক ঠুকতে সক্ষম হন। ভার রিভিউ দেখে রেফারি গোলের সিদ্ধান্ত নিলে এক পয়েন্ট পেয়ে ম্যাচ শেষ করে ডেভিড বেকহ্যামের দল।
এ এস/
Discussion about this post