সরকারিভাবে জর্ডানের Classic Fashions Apparel, Jordan -এর অধীনে অফিস এক্সিকিউটিভ পদে ১৫ জন মহিলা নিয়োগ করা হবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলেছে বোয়েসেল। বোয়েসেল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, Classic Fashions Apparel, Jordan -এর অধীনে ১৫ জন নারী অফিস এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে। এই পদে মাসিক বেতন থাকবে ৩০০-৪০০ জর্ডানি দিনার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫-৬২ হাজার টাকা। সংশ্লিষ্ট কাজে প্রার্থীর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্তে বলা হয়েছে, প্রার্থীকে যেকোন বিষয়ে স্নাতক হতে হবে। ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং বয়স ২০-৩৯ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তি ৩ বছর, যা নবায়নযোগ্য। কাজ সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা। থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। তাছাড়া অন্য শর্তাবলি জর্ডানের শ্রম আইনের অনুযায়ী প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
Discussion about this post