দেশের খোলাবাজারে ডলারের দাম অবশেষে কমেছে।
সোমবার (২৯ জানুয়ারি) প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ২০ পয়সায়। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলেছেন, গত সপ্তাহে ডলারপ্রতি দর ছিল ১২৩ টাকা ৮০ পয়সা থেকে ১২৪ টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে মার্কিন মুদ্রাটির মূল্য হ্রাস পেয়েছে ২০ থেকে ৪০ পয়সা। তবু বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দামের চেয়ে তা বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ ১১১ টাকা ১০ পয়সায় ডলার কিনতে পারবে মানিচেঞ্জারগুলো। আর সর্বাধিক ১১২ টাকা ৬০ পয়সায় বিক্রি করতে পারবে তারা।
ক্রেতারা অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংক ধার্য করা দামের চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে এক্সচেঞ্জ মালিকরা দাবি করছেন, তারা বেঁধে দেয়া দরই রাখছেন।
আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ১১০ টাকা। এই রেটের চেয়ে খোলাবাজারে সর্বোচ্চ দেড় টাকা বেশি দাম রাখা যাবে। তবে অনেক গ্রাহক মনে করেন, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা অধিক মুনাফা করছেন। ফলে ন্যায্য দরে তা পাওয়া যাচ্ছে না। এখন যা কমেছে সেটা সাময়িক বলে মনে হচ্ছে।
জানা গেছে, চীনে আসন্ন নববর্ষ বা বসন্ত উৎসব ঘিরে চলছে প্রস্তুতি। যার ফলে দেশটিতে বাংলাদেশের আমদানি ও রপ্তানি কমায় ডলারের ওপর চাপ কমেছে। তাই ডলারের দাম কিছুটা কমেছে।
এফএস/
Discussion about this post