অবশেষে আগামী বছরের মার্চ মাসে ইতালির রোম শহরে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রেনিং সেন্টার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে ডায়ালগে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী মার্চ মাসে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু করবে। বিমানের সামর্থ্যকে আমরা আরও বিস্তৃত করব।
শফিউল বলেন, জিএসএ নিয়োগ, জনবল নিয়োগ, মার্কেট স্টাডি করা হয়েছে। ২৫০-২৭০ সিটের ড্রিমলাইনার দিয়ে চালু হবে রোমের ফ্লাইট। তবে সরাসরি না অন্য কোনো দেশে ট্রানজিট দিয়ে ফ্লাইট চালু হবে, সেটা নিয়ে কাজ চলছে। এ ছাড়া কুয়েত থেকে ট্রানজিট দিয়ে রোমে ফ্লাইট চালু করলে তা বাণিজ্যিকভাবে লাভবান হবে কি না, এ নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, হংকংয়ে কার্গো ফ্লাইট চালু করা হবে। পাশাপাশি চীনের কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের। সিলেট থেকে বিশ্বের বিভিন্ন রুটে সরাসরি ফ্লাইট চালু করারও লক্ষ্য রয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রোমে বিমানের ফ্লাইট ২০০৯ এর পর বন্ধ করেছিলাম। এখন আবার চালু করা হবে। এজন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করা আছে, গ্রাউন্ড হেন্ডেলিং ফাইনাল করা আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রোমে সরসরি অথবা কোনো দেশকে ভায়া করতে পারি। আমরা এটি নিয়ে স্টাডি করছি। যদি সরাসরি ফ্লাইট যায় রোমে তাহলে ৯/১০ ঘণ্টা লাগবে।’
যদি ট্রানজিশন বা বিরতি নেওয়া হয় তাহলে কোন দেশে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কুয়েত অথবা দুবাই (সংযুক্ত আরব আমিরাত) হতে পারে। তবে এসব বিষয়ে কোনো কিছুই ফাইনাল না।’
Discussion about this post