আগামী বছরের বিশ্ব ইজতেমার দুপর্বের তারিখ কারা কখন করবে তা চুড়ান্ত হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা জানান।
এছাড়া তাবলীগ জামাতের প্রেস গ্রুপ থেকে মিডিয়া সমন্বয়ক (শুরায়ী নেজাম) হাবিবুল্লাহ রায়হানও এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আজকে উপদেষ্টাদের সর্বসম্মতিতে বিশ্ব এজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। ৩১ জানুয়ারি ১, ২ ফেব্রুয়ারি ২০২৫ ওলামায়ে কেরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘১ম পর্বের আয়োজনকারীগণ তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার, ঢাকা এর নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার বেলা ৩.০০ ঘটিকার মধ্যে বুঝিয়ে দিবেন। ২য় পর্বের আয়োজনকারীগণ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে উক্ত কমিটির নিকট থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন।’
উল্লেখ্য, তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাওয়া-আসায় সুবিধার জন্যে গত ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।
তবে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত।
২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করেন তারা। প্রথম পর্বে জোবায়েরপন্থি ও দ্বিতীয় পর্বে সাদপন্থিরা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন।
এ ইউ/
Discussion about this post