অপেক্ষার পালা শেষ। হামজা চৌধুরীর এখন শুধু মাঠে নামার অপেক্ষা। লাল-সবুজের জার্সিতে খেলতে আজই বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংল্যান্ড বংশোদ্ভূত এই তারকা ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের।
যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছিলেন। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। সেখানে এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেন ২৪ নম্বর জার্সি পরে। এর আগে লেস্টার সিটির হয়ে খেলেন ১৭ নম্বর জার্সিতে। তবে বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলে ৮ নম্বর জার্সি পরে খেলবেন হামজা।
এর আগে আজ সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। এরপর বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। পরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হামজা বলেন, ‘দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।’
এরপর ভারত ম্যাচ নিয়ে এই তারকা ডিফেন্ডার স্থানীয় সিলেটি ভাষায় বলেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।’ (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।
এস এইচ/
Discussion about this post