‘বাজারে চলমান চ্যালেঞ্জের’ কারণে আগামী মে মাস থেকে স্থায়ীভাবে কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই ঘোষণা দেয়।
তবে এই সিদ্ধান্তের পেছনে প্রাথমিক কারণ হিসেবে কোম্পানিটি বাজারের অস্থিতিশীলতা, ব্যাংকের অ্যাকাউন্টে অসঙ্গতি, কাঁচামাল সঙ্কট এবং উৎপাদন কার্যক্রম কমে যাওয়াকে উল্লেখ করেছে।
এতে আরো বলা হয়, ২০২৫ সালের ১ মে থেকে কারখানাটির সব কার্যক্রম বন্ধ করে দেয়ার কথা রয়েছে। এছাড়া ২০২৫ সালের ২৫ মে থেকে কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
কোম্পানিটি প্রসাধনী এবং রূপচর্চা শিল্পের মূল ভূমিকা পালনকারী হয়েছে। তবে বন্ধ ঘোষণার পর এখনো তার ভবিষ্যতের কৌশল সম্পর্কে বিশদ প্রকাশ করেনি কোম্পানিটি।
বাজারের পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং এই খাতের ব্যবসায়ীদের আর্থিক চাপের মধ্যে সিদ্ধান্তটি নেয়া হলো।
কেয়া কসমেটিকসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এই পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা।
সূত্র : ইউএনবি
এম এইচ/
Discussion about this post