অবশেষে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে অবসরের বয়সসীমা ৬৫ করার কথাও বলা হয়েছে।
বুধবার দুপুরে এই সুপারিশ নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সুপারিশ পত্রে মন্ত্রী পরিষদের পক্ষে স্বাক্ষর করেন যুগ্মসচিব মো. সাজজাদুল হাসান।চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে অনেক আগে থেকেই আন্দোলন করে আসছিলেন চাকরি প্রত্যাশীদের একাংশ। বেম কয়েকবার ৩৫ চাই দাবিতে রাজপথে নেমেছিলেন তারা। সবশেষ শাহবাগে রাজপথ অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন তারা। এসময় ৩ ঘণ্টার আল্টিমেটামে রাজপথ ছাড়েন তারা।

এরপরই আসলো বয়সসীমা বাড়ানোর সুপারিশপত্র। তবে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচী চালিয়ে যাবার ঘোষণা দেন ৩৫ প্রত্যাশীরা
এস এম/
Discussion about this post