ফের সরকার গঠন করতে পারলে প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন, দেশের এমন কোনো জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।জেলাগুলো হচ্ছে— পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি।
শেখ হাসিনা বলেন, দেশে মডেল মসজিদ তৈরির পাশাপাশি মন্দির, প্যাগোডা তৈরি করেছি। দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে সে পরিবেশ তৈরি করেছি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কেউ যেন জঙ্গিবাদে সম্পৃক্ত না হয়, সেটার ব্যবস্থা নিয়েছি।
বিএনপির সময় জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল। অনেক সংগ্রাম, প্রতিঘাত আমাদের পার করতে হয়েছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে অত্যাচারের শিকার হয়ে কারাগারে যেতে হয়েছে, সংগ্রামের মধ্য দিয়ে আমরা ২১ বছর পরে ক্ষমতায় আসি। ৯৬ থেকে ২০০১ সাল, ৭৫ এর পরে বাংলাদেশের মানুষের জন্য স্বর্ণযুগ।
বিএনপি অবৈধভাবে ক্ষমতাদখলকারীর পকেট থেকে বেরোনো দল উল্লেখ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির সবকিছুই অবৈধ। বিএনপি ভোটের কী বুঝে? তারা আগুনে পুড়িয়ে মানুষ মারছে। এটা শুরু করেছে ২০১৩ সাল থেকে যেটা এখনও অব্যাহত রয়েছে। আমরা ট্রেনের কোচ চালু করেছি মানুষের শান্তিতে চলাচলের জন্য। কিন্তু ট্রেনের কোচকে আগুন দিয়ে ছোট্ট শিশুসহ মাকে পুড়িয়ে অঙ্গার করে ফেলেছে। মানুষের শান্তি দেখলে বিএনপি অশান্তি জাগে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। হ্যাঁ, না ভোটের কার্যক্রম শুরু করেছিলেন। ক্ষমতায় বসে থেকে একদিকে সেনাপ্রধান, আরেকদিকে রাষ্ট্রপ্রধান, আবার নির্বাচনও করেছে। এটা সেনা আইন বিরোধী।
পাঁচ বার দুর্নীতিতে তারা বিশ্বে এক নম্বর ছিল। জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, বোমা হামলা, গ্রেনেড হামলা, আমাদের কত নেতাকর্মীদের হত্যা করেছে তার হিসাব নেই। আমরা নিজেই বারবার তাদের হাতে আক্রমণের শিকার হয়েছি। তারপরও আমরা কিন্তু দমে যাইনি। বরং এগিয়ে গিয়েছি। আমি আমি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই, এত বাধা বিপত্তি, অত্যাচার, নির্যাতন, সবকিছু সহ্য কর নেতাকর্মীরা সংগঠনকে ধরে রেখেছেন এবং এগিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারি আমাদের নির্বাচন। এ মাস বিজয়ের মাস। এ মাসে আমরা বিজয় লাভ করেছি। আপনারা নৌকায় ভোট দেবেন যাতে করে আমরা দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পারি। এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ। সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নেবেন। আমার দলের কেউ বিশৃঙ্খলা করলে মারামারি করলে কাউকে ছাড়া দেওয়া হবে না। যাকে খুশি তাকে ভোট দেবেন, এটা নিশ্চিত করতে হবে।
Discussion about this post