অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) এ তথ্য জানিয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আমিরাতে ১ সেপ্টেম্বর থেকে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, যা পরবর্তী দুই মাস পর্যন্ত অব্যাহত থাকবে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এ সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এ সুযোগ পাবেন। এছাড়া দেশটিতে জন্ম নেওয়া অভিবাসীর সন্তানদের যাদের বৈধ কাগজপত্র নেই তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমিরাতে অবৈধভাবে বসবাস করা অভিবাসীরা বৈধ বা নিজ দেশে ফিরতে চাইলে এটি তাদের জন্য বড় সুযোগ। দেশে ফেরার পর ফের বৈধ ভিসায় তারা ফিরতে পারবেন। অবৈধ অভিবাসীরা বৈধ হতে চাইলে তাদের ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো জরিমানা করা হবে না। এছাড়া দেশে ফিরতে চাইলে তাদের এক্সিট ফিও নেওয়া হবে না।
এর আগে খালিজ টাইমস জানায়, রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীরা ভিসার মেয়াদ শেষ হলেও গ্রেস পিরিয়ডে ক্ষমা পাবেন। তারা এ সময় জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এই দুই মাসে সাধারণ ক্ষমায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন বিভাগ, আমের সেন্টার, তাশহিল সেন্টারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
এ অবস্থায় আগের তুলনায় নিজেদের কার্যক্রমে গতি বাড়িয়েছে বাংলাদেশি টাইপিং সেন্টারসহ বিভিন্ন ডকুমেন্টেশন প্রসেসিং প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে অভিবাসীদের পদচারণা।
সাধারণ ক্ষমার প্রক্রিয়ায় বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের দুটি দফতর বাড়তি জনবল নিয়োগ করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এরই মধ্যে সেবা কার্যক্রম পরিচালনা করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে মিশনের শ্রম ও পাসপোর্ট বিভাগ।
এ দুটি প্রতিষ্ঠান থেকে আউট পাস ও দ্রুত পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন প্রবাসীরা। জরিমানা মওকুফ করে আগ্রহীদের দেশে যাওয়ার সুযোগ করে দেবে অথবা বৈধ হওয়ার জন্য ৬ মাসের জন্য জব সিকার ভিসা প্রদান করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রতারণামূলক কোনো প্রচেষ্টা বা উদ্যোগ যদি চোখে পড়ে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা সেটা প্রতিকারের ব্যবস্থা করব।
সংশ্লিষ্টদের মতে, সংযুক্ত আরব আমিরাতে মাটিতে অবৈধ বাংলাদেশিরা বৈধ হয়ে গেলে দেশটিতে উন্মুক্ত হতে পারে শ্রমবাজার।
এ ইউ/
Discussion about this post