যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের শহর স্প্রিংফিল্ড থেকে গণহারে অভিবাসীদের তাড়িয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, হাইতি অভিবাসীরা পোষা প্রাণী খান। এই কারণ দেখিয়ে অভিবাসীদের তাড়িয়ে দেয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। যদিও এ ধরনের মন্তব্যকে ভুল উল্লেখ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজের গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা স্প্রিংফিল্ড শহর দিয়ে শুরু করতে যাচ্ছি। শহরটিকে অভিবাসীরা ধ্বংস করে দিয়েছে।’ প্রায় সপ্তাহজুড়ে স্প্রিংফিল্ডে অভিবাসীরা পোষা প্রাণী ও শিশুদের হত্যা করছে বলে মিথ্যা দাবি করা হচ্ছিল। এ অবস্থায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এমন মন্তব্য করলেন।
স্প্রিংফিল্ড কর্তৃপক্ষ বলেছে, অভিবাসীরা পোষা প্রাণী খাচ্ছে এ মিথ্যা দাবি সম্প্রদায়টির মধ্যে প্রচুর ভয় সৃষ্টি করেছে। সহিংস হুমকির কারণে এরই মধ্যে স্কুল বন্ধ করতে হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন স্প্রিংফিল্ডে হাইতি অভিবাসীদের নিয়ে সমালোচনার বিষয়টিকে ‘স্রেফ ভুল’ হিসেবে উল্লেখ করে শান্ত থাকার আহ্বান জানান। তিনি ট্রাম্পের মন্তব্য সম্পর্কে বলেন, ‘তিনি যা করছেন তা বন্ধ করতে হবে। অবশ্যই থামাতে হবে।’
এদিকে বোমা হামলার হুমকির কারণে শুক্রবার স্প্রিংফিল্ডের তিনটি স্কুল খালি করে দেয়া হয়। স্প্রিংফিল্ডের মেয়র বব রু জানান, হুমকিগুলোর মধ্যে অন্তত একটি হাইতি অভিবাসীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য ছিল। আগের দুটি হুমকি আসার পর বৃহস্পতিবার সিটি হল এবং আরো কয়েকটি ভবনের পাশাপাশি একটি স্কুল খালি করা হয়। এরপর হাইতি অভিবাসীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যসহ হুমকিটি করা হয়।
গলফ ক্লাবের সংবাদ সম্মেলনটিতে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি শহরটিতে (স্প্রিংফিল্ডে) যাওয়ার কথা বিবেচনা করছেন কিনা। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি এটুকু বলতে পারি যে আমরা স্প্রিংফিল্ড থেকে বড় মাত্রায় (অভিবাসীদের) বিতাড়িত করব, বড় মাত্রায়। আমরা এসব মানুষকে তাড়িয়ে দেব। আমরা তাদের ভেনিজুয়েলায় ফেরত পাঠাব।’
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কেন ভেনিজুয়েলার কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট নয়। যদিও তার বক্তৃতার মধ্যে তিনি কলোরাডোতে ভেনিজুয়েলা থেকে আগত অভিবাসীদের কথা উল্লেখ করেছেন। বলেছেন, যদি তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন, তাহলে সেখানে অভিবাসীদের তাড়িয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, স্প্রিংফিল্ডের অভিবাসীদের বেশির ভাগই হাইতির নাগরিক। একটি ফেডারেল প্রোগ্রামের অধীনে যুক্তরাষ্ট্রে থাকার আইনি অনুমতি রয়েছে তাদের।
সূত্রঃ বিবিসি
এ ইউ/
Discussion about this post