আহমাদুল কবির, মালয়েশিয়া:
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক দিনের জন্য মালয়েশিয়া থেকে বিনা খরচে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অগ্রণী রেমিটেন্স হাউজ ও এনবিএল মানি ট্রান্সফারের সকল শাখা থেকে আগামী ১৮ ডিসেম্বর কোন খরচ ছাড়াই ফ্রি’তে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।
অগ্রণী রেমিটেন্স হাউজ এসডিএন বিএইচের সিইও এবং ডাইরেক্টর সুলতান আহমেদ ও এনবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির সিইও মো: আলী হায়দার মোর্তুজা স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Discussion about this post