আসছে ঈদুল আজহা। এই উপলক্ষে অভ্যন্তরীণ রুটে শিডিউল ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে বিভিন্ন গন্তব্যে ঈদের আগে ২০টি এবং পরে ৯টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতি বছর ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ।টিকিট ক্রয় ও ফ্লাইট শিডিউল সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য www.biman-airlines.com ওয়েবসাইটে ভিজিট করতে অথবা বিমান কল সেন্টার ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এস এম
Discussion about this post