ভারতের উত্তর-পূর্ব হিমালয় রাজ্য অরুণাচল প্রদেশের প্রায় ৩০টি স্থানের চীনা নামকরণকে প্রত্যাখ্যান করেছে ভারত। চীনের এসব নামকারণকে অর্থহীন মন্তব্য করে উত্তরপূর্বাঞ্চলীয় হিমালয়ের রাজ্যটি ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছে নয়াদিল্লি।
চীনা ভাষায় অরুণাচল প্রদেশকে জাংনান বলা হয়। প্রদেশটিকে নিজেদের দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে চীন। ভারত চীনের এ দাবি বারবার প্রত্যাখ্যান করেছে। এক বছর আগে প্রায় একইভাবে প্রদেশটির ১১টি স্থানের নতুন নাম দিয়েছিল চীন।
২০২২ সালের ডিসেম্বরে পারমাণবিক অস্ত্রধারী এ দুই প্রতিবেশি দেশের সেনারা অরুণাচলের বিতর্কিত সীমান্তে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর আগে ২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা-নিয়ন্ত্রিত তিব্বত মালভূমিতে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
সংঘর্ষে নিজেদের অন্তত ২০ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ভারত। চীন সেনা নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, সংঘর্ষে চীনের অন্তত ৪০ সেনা প্রাণ হারিয়েছে। ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর অধিকাংশই অমিমাংসীত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নামে পরিচিত। অর্থাৎ যে দেশের অধীনে যতটুকু নিয়ন্ত্রণে আছে।
এ এস/
Discussion about this post