দাবি পূরণ না হলে সারাদেশে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির কয়েক দিন পরই এই বার্তা ইমরান খান।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইমরান খান ১৩ ডিসেম্বর পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দলের সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান। পেশোয়ার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এই প্রদেশে এখন পিটিআই ক্ষমতায়।
এর আগে গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে এবং গত বছরের ৯ মে দেশজুড়ে সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। ইমরানের মুক্তি দাবিতে গত মাসে ওই সহিংসতায় ১২ পিটিআই সমর্থক নিহত হন। গত বছরের ওই সহিংসতায় নিহত হন ৯ জন। ইমরান খান বলেছেন, এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
ইমরান জানান, এ দুই দাবি যদি পূরণ না হয় তাহলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। আর এর যেকোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার।
তবে পাক সরকারের দাবি, গত ২৫ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আর গত বছরের ৯ মে ইমরান খানের সমর্থকেরা সেনা স্থাপনায় হামলা করেছেন।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post