খুলনার খালিশপুরে অসামাজিক কার্যকলাপ ও আসামি ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আটক আলোচিত কৃষক লীগ নেত্রী হালিমা রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৪ জুলাই) কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারের নির্দেশ দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, গত ৩/৪ দিন ধরে জাতীয় পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার নামে কতিপয় খবর ভাইরাল হয়েছে, আপনি (হালিমা রহমান) নানাবিধ অসামাজিক কার্যকলাপ ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য সব সহযোগী ও অঙ্গসংগঠন আপনার উক্ত ঘটনার জন্য বিব্রত।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ হতে ১৪ জুলাই আপনাকে বহিষ্কার করেন। আপনি সংগঠনের পক্ষে কোনো সভা সমাবেশে যোগদান করতে পারবেন না বা প্রতিনিধিত্ব করতে পারবেন না। বিষয়টি অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, গত ১১ জুলাই রাত সাড়ে ১১টায় হালিমা রহমানের বহুতল বিশিষ্ট ভবনে মাদক ও ধর্ষণকারীসহ একাধিক মামলার আসামিরা আত্মগোপন করে ছিলেন, এমন অভিযোগে খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম হালিমা রহমানের বাসায় অভিযানে যায়। এ সময় হালিমাসহ বেশ কিছু তৃতীয় লিঙ্গের কর্মী সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামি ছিনিয়ে নেয়। প্রায় একঘণ্টা ভবনের লিফটে পুলিশ আটকে রাখা হয়।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করে পুলিশ। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলায় ১নং আসামি করা হয় হালিমা রহমানকে।
এ এস/
Discussion about this post