ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ বন্ধে জাতিসংগের নিরাপত্তা পরিষদকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। এই আহ্বান জানিয়ে ৫৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক সংস্থার একটি যৌথ চিঠি জমা দিয়েছে তুরস্ক। এই উদ্যোগের নেতৃত্বে ছিল তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
নভেম্বরের ১ তারিখে জাতিসংঘে জমা দেওয়া এই চিঠিতে তুরস্কসহ ৫২টি দেশ এবং দুটি আন্তর্জাতিক সংস্থা স্বাক্ষর করেছে। চিঠিতে ইসরায়েলের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়।জিবুতিতে তুরস্ক-আফ্রিকা অংশীদারত্বের তৃতীয় মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সম্মেলনে ফিরদান বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা গণহত্যায় সহযোগিতা করার সমান।তিনি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন বর্তমানে একটি আন্তর্জাতিক হুমকি হিসেবে পরিণত হয়েছে। সব দেশের প্রতি তিনি আহ্বান জানান, যাতে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে।
ফিরদান বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যবস্থা ঐতিহাসিক অবিচার পুনরুৎপাদন করছে।তিনি আরও জানান, এই অনিবার্য পরিবর্তন আফ্রিকার দেশগুলোর নেতৃত্বে হবে। চলমান আন্তর্জাতিক ব্যবস্থা তাদের উপেক্ষা করে আসছে।
এস এম/
Discussion about this post